সামাজিক যোগাযোগ মাধ্যম হিসাবে আপনার হয়তো ফেসবুক, ইনসটাগ্রাম, টুইটার একাউন্ট আছে। কিন্তু সময়ের অভাবে সবগুলো মাধ্যমে সমান সময় দিতে পারেন না এবং সমান ভাবে আপনার পোষ্টগুলোকে সব মাধ্যমে তুলে ধরতে পারেন না। যদি একসাথে একই পোষ্ট সবগুলো মাধ্যমে একসাথে পোষ্ট করা যায় তাহলে আপরার সময় বাচে এবং সব মাধ্যমে আপনি সমান ভাবে আপনার পোষ্টগুলো সবার কাছে পৌছাবে।
এখন অনেক ভাবেই এটি কারা যায় তার মধ্যে একটি মাধ্যম হচ্ছে If This Then That (IFTTT)
এর কাজ হলো আপনার বিভিন্ন অ্যাপ্লিকেশন এবং অ্যাকাউন্টগুলিকে একসাথে লিঙ্ক করা। এটি অ্যাপ্লিকেশন, মোবাইল ফোন, স্মার্ট হোম গিয়ার এবং আরও অনেক কিছু থেকে আপনার "অ্যাপলেট" তৈরি করে কমান্ড প্রেরণ করতে পারে। আপনি যখন পোস্ট করবেন, তখন তা ফেসবুক, আইএফটিটিটি আপনার টুইটার, টাম্বলার, ইনস্টাগ্রাম, পিনট্রেস্ট এবং অন্যান্য সামাজিক অ্যাকাউন্টগুলিতে একই পোস্ট পাঠাবে।